সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

সকল সিমের প্রয়োজনীয় কোড

সকল সিমের প্রয়োজনীয় কোড

অনেক গ্রাহক আছেন যারা নিজের সিমের নাম্বার, মিনিট দেখার কোড, এমবি দেখার কোড ইত্যাদি বের করতে পারেন না। আলাদা আলাদা কম্পানি আলাদা আলাদা কোড দেওয়ায় আমরা অনেকেই কোড মনে রাখতে পারিনা। কিন্তু এই কোডগুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যা আমরা বারবার চেষ্টা করেও মনে রাখতে পারিনা।
 

কারণ আপনি যদি আপনার ব্যবহৃত সিমে ব্যালেন্স চেক করতে চান তাহলে কোড প্রয়োজন আছে। আপনি যদি আপনার সিমের এমবি চেক করতে চান তাহলে অবশ্যই কোড নাম্বার দরকার হবে। আপনি যদি মিনিট চেক করতে চান তবে অবশ্যই কোড নাম্বার প্রয়োজন পড়বে। আরো অনেক বিষয় আছে যেগুলোতে কোড এর প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ। তাই এই পোস্টে সকল সিম এর প্রয়োজনীয় কোড নিয়ে আলোচনা করবো।
 

সকল সিমের নাম্বার দেখার কোডঃ-

গ্রামীণ ফোন সিম নাম্বার চেক কোডঃ *2#
বাংলালিংক সিম নাম্বার চেক কোডঃ *511#
রবি সিম নাম্বার চেক কোডঃ *140*2*4#
টেলিটক সিম নাম্বার চেক কোডঃ *551#
এয়ারটেল সিম নাম্বার চেক কোডঃ *121*6*3#

সুতরাং, আমার এই পোস্টটি মনোযোগ সহকারে দেখতে থাকুন অবশ্যই আপনাদের উপকারে আসবে। তাহলে আমরা এবার জেনে নিই সকল সিমের গুরুত্বপূর্ন কোডগুলি। আপনাদের সুবিধার জন্য নিম্নে ধারাবাহিকভাবে সকল সিমের প্রয়োজনীয় কোডসমূহ তুলে ধরা হলোঃ--
 

গ্রামীণফোনের সকল প্রয়োজনীয় কোডসমূহঃ- 

ব্যালেন্স চেক করার কোডঃ *566 # 
সিম নাম্বার চেক করার কোডঃ *2# বা *1118 *2# 
রিচার্জ করতে ডায়ালঃ *555* গোপন নাম্বার # 
প্যাকেজ চেক করার কোডঃ *111*72#
মিনিট ক্রয় করার কোডঃ *121*4#
মিনিট চেক করার কোডঃ *566*24# বা *566*20# বা *566*22# বা *121*1*2#
এসএমএস চেক করার কোডঃ *566*2# বা *566*18#
এমএমএস চেক করার কোডঃ *566*14#
ডেটা (এমবি) ক্রয় করার কোডঃ *121*3#
ডেটা (এমবি) চেক করার কোডঃ *566*10# বা *567# বা *121*1*4# 
আমাকে ফিরে কল করুনঃ *123* নম্বর # 
নেট সেটিংয়ের অনুরোধ কোডঃ *111*62# 
মিস কল সতর্কতা (চালু) করতেঃ টাইপ করুন এমসিএ এবং পাঠান 6222 
মিস কল সতর্কতা (বন্ধ) করতেঃ স্টপ এমসিএ টাইপ করুন এবং 6222 এ পাঠান।

বাংলালিংক সিমের প্রয়োজনীয় কোডসমূহঃ- 

ব্যালেন্স চেক করার কোডঃ *124#
সিম নাম্বার চেক করার কোডঃ *511#
রিচার্জ করতে ডায়ালঃ *123* গোপন নাম্বার # 
প্যাকেজ চেক করার কোডঃ *125#
মিনিট ক্রয় করার কোডঃ *121*4#
মিনিট চেক করার কোডঃ *124*2#
এসএমএস চেক করার কোডঃ *124*3#
এমএমএস চেক করার কোডঃ *124*2#
ডেটা (এমবি) ক্রয় করার কোডঃ *121*3# বা *888# বা *121*200#
ডেটা (এমবি) চেক করার কোডঃ *121*1# বা *5000*500#
আমাকে ফিরে কল করুনঃ *126* নম্বর #
মিস কল সতর্কতা (চালু) করতেঃ টাইপ করুন START এবং পাঠান 22622 
মিস কল সতর্কতা (বন্ধ) করতেঃ টাইপ করুন STOP এবং 22622 এ পাঠান।
 
 

রবি সিমের প্রয়োজনীয় কোডসমূহঃ- 

ব্যালেন্স চেক করার কোডঃ *222#
নিজের নাম্বার চেক করার কোডঃ *140*2*4#
রিচার্জ করতে ডায়ালঃ *111* গোপন নাম্বার #
সিম প্যাকেজ চেক করার কোডঃ *140*14#
মিনিট চেক করার কোডঃ *222*3#
এস এম এস চেক করার কোডঃ *222*11#
এম এম এস চেক করার কোডঃ *222*13#
এমবি চেক করার কোডঃ *222*81# বা #8444*88#
নেট সেটিং রিকুয়েস্ট কোডঃ *140*7#
মিস কল এর্লাট (অন) করতেঃ Type ON & Send to 8272 
মিস কল এর্লাট (অফ) করতেঃ Type OFF & Send to 8272

টেলিটক সিমের প্রয়োজনীয় কোডসমূহঃ-

ব্যালেন্স চেক করার কোডঃ *152#
সিম নাম্বার চেক করার কোডঃ *551#
রিচার্জ করতে ডায়ালঃ *151* গোপন নাম্বার #
মিনিট চেক করার কোডঃ *152#
এসএমএস চেক করার কোডঃ *152# 
এমএমএস চেক করার কোডঃ *152#
ডেটা (এমবি) চেক কোডঃ U লিখে এসএমএস পাঠাতে হবে 111 নম্বরে। অথবা *152#
কাস্টমার কেয়ার কোডঃ 121
মিস কল এর্লাট (অন) করতেঃ Type REG & Send to 2455 
মিস কল এর্লাট (অফ) করতেঃ Type REG & Send to 245

এয়ারটেল সিমের প্রয়োজনীয় কোডসমূহঃ-

ব্যালেন্স চেক করার কোডঃ *778#
সিম নাম্বার চেক করার কোডঃ *121*7*3# বা *2#
রিচার্জ করতে ডায়ালঃ *787* গোপন নাম্বার #
প্যাকেজ চেক করার কোডঃ *218#
মিনিট চেক করার কোডঃ *778*3# বা *778*5# 
এসএমএস চেক করার কোডঃ #778*2# 
ফ্রি এসএমএস চেক করার কোডঃ #778*6# 
বোনাস এমএমএস চেক করার কোডঃ #778*8# 
ডেটা (এমবি) চেক করার কোডঃ *8444*88# বা *3# 
ডেটা (এমবি) কেনার জন্য কোডঃ *4# 
আমাকে ফিরে কল করুনঃ *1215# 
নেট সেটিংয়ের অনুরোধঃ *1407#
কাস্টমার কেয়ার কোডঃ 786 
মিস কল সতর্কতা (চালু) করতেঃ ডায়াল করুন *28271*11#
মিস কল সতর্কতা (বন্ধ) করতেঃ ডায়াল করুন *28272*2#


আমি এখানে, সকল সিমের আপডেট কোডগুলি দেয়ার চেষ্টা করেছি। আশা করি আপনারা আমার এই পোষ্টের মাধ্যমে উপকৃত হবেন। তাই আপনারা প্রয়োজনে এই কোড গুলি ব্যবহার করতে পারেন। এরকম আরও অনেক পোস্ট পেতে আমাদের সাইট ফলো করে আমাদের সাথেই থাকুন। এবং নিয়মিত ভিজিট করুন।

আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন।
ধন্যবাদ।
 

Post a Comment

0 Comments